ষ্টাফ রিপোর্টার ঃ বাংলা কাগজের উপদেষ্টা ও বার্মিংহামের ওয়ালসলের মসজিদে উসমানের পরিচালনা কমিটির চেয়ারম্যান,কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিত্ব আলহাজ্জ্ব রইছ মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতিতে গত ১১ জুলাই মঙ্গলবার বার্মিংহামের লজেলসে বাংলা কাগজের র্কায্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু খানের পরিচালনায় উক্ত সভায় বক্তারা আলহাজ্জ্ব রইছ মিয়া‘র জীবদ্দশার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সভায় বাংলা কাগজ পরিবারের সদস্যরা বাংলা কাগজের উপদেষ্টা হিসেবে তাঁর বিশেষ অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মরহুম রইছ মিয়া‘র পুত্র হাফিজ শাকির মিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,অন্যতম ডাইরেক্টর আবুল এম চৌধুরী সুমন,উপদেষ্টমন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব মাফিজ খান,উপদেষ্টা আলহাজ্ব এনামুর রহমান,আবু এস এম ওয়াহিদ,ম আ কাদির ও জাহেদ উদ্দিন সাজু,বাংলা কাগজের সাব এডিটর কবি মাফিদুল গণি মাহতাব,বাংলা কাগজের ব্ল্যাক কাউন্ট্রি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,বাংলা কাগজের বার্মিংহাম ব্যুরো প্রধান ও এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজ ও একাত্তর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও চ্যানেল এসের প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী ও জুনেদ আহমেদ,বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,সুরমার ঢেউ‘র প্রতিনিধি সুহেল আহমেদ চৌধুরী,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,বার্মিংহাম বিএনপির সাধারন সম্পাদক আবজার হোসেইন,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল,বার্মিংহাম জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু,ব্যরিষ্টার শাম উদ্দিন,একাউন্টেন্ট সেলিম উদ্দিন এমবিই,বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা আলতাফ হোসেন,বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট ইউকের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,সেবা কেয়ারের এম্বেসেডর আব্দুল মুহিত,বার্মিংহাম আঞ্জুমানে ইল ইসলাহের সাধারণ সম্পাদক মৌলানা হুসাম উদ্দিন আল হোময়াদী,আব্দুর রহমান ট্রাষ্টের সভাপতি আবু এইচ চৌধুরী সুইট,সান্ডওয়েল আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বেলাল বদরুল ও রইছ মিয়ার বড় ভাই বাংলাদেশ প্রগেসিভ সোসাইটির সভাপতি আলহাজ্ব নুর মিয়া,বড় পুত্র সাদিক মিয়া।

শোকসভা শেষে মরহুম রইছ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান। উল্লেখ্য শোক সভায় মরহুম রইছ মিয়ার ছয় পুত্র সন্তানও উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।