এমবিই খেতাব প্রাপ্ত হওয়ায় সেলিব্র্রেটি শেফ টমি মিয়া বার্মিংহামে সংবর্ধিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

এমবিই খেতাব প্রাপ্ত হওয়ায় সেলিব্র্রেটি শেফ টমি মিয়া বার্মিংহামে সংবর্ধিত

প্রকাশিত জুলাই ১৩, ২০১৭
এমবিই খেতাব প্রাপ্ত হওয়ায় সেলিব্র্রেটি শেফ টমি মিয়া বার্মিংহামে সংবর্ধিত

আমিরুল ইসলাম বেলাল ঃ বৃটেনে ক্যাটারিং ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যাক বাংলাদেশী ব্যবসায়ীসহ কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেলিব্র্রেটি শেফ টমি মিয়াকে বার্মিংহামে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি বৃটেনের রাণী র্কতৃক এমবিই খেতাব প্রাপ্ত হওয়ায় বার্মিংহাম ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি ‘র (বিবিবিসি) উদ্যোগে গত ১২জুলাই বার্মিংহামের স্মলহীথের বিয়া লাউঞ্জে এই সংবর্ধনা প্রদান করা হয়। ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজম্মল হক টনি এমবিই‘র সভাপতিত্বে,সংস্কৃতিকর্মী সাইফুর রাজা চৌধুরী ও শাহনাজ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি‘র চেয়ারম্যান বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির আহমদ। বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন ষ্টিভ,বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,কাউন্সিলার নওয়াজ আলী,কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন এমবিই,হাবিবুর রহমান ও আশিক মিয়া,ব্যবসায়ী ইকবাল হোসাইন,আলাউদ্দিন,শামিম আহমেদ চৌধুরী প্রমুখসহ সংবর্ধিত সেলিব্র্রেটি শেফ টমি মিয়া। সংবর্ধনায় টমি মিয়া বলেন, তাঁর বেড়ে উঠা শহর বার্মিংহামে এই সংবর্ধনা পেয়ে তিনি সত্যিই আভিভূত। তিনি আজীবন রেষ্টুরেন্ট ব্যবসা সংশ্লিষ্ট কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন,ক্বারী ইন্ড্রাস্ট্রীর এই ক্রান্তি লগ্নে এর উন্নয়নে তিনি নানাভাবে কাজ করে যাচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে টমি মিয়াকে অভিনন্দন জানানো হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সংগীত শিল্পী রুজি সরকার,সেবুল,পথিক চৌধুরী,মাসুম চৌধুরী রুমি,শিশুশিল্পী নাবিলা ফাতিহা প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।