বকুল খান, স্পেন: মাদ্রিদে হবিগঞ্জ জেলা কমিটির দুটি কমিটি হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ব্যানারে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে | দীর্ঘ দিনের বিরোধ মিটিয়ে মাদ্রিদ কমিউনিটিতে ব্যাপক সারা ফেলেছে এ পুনর্মিলনী অনুষ্ঠান |প্রশংশিত হয়েছে সর্ব মহলে |গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি | গত ৯ জানুয়ারী কারি হাউসে এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল খায়ের |এসোসিয়েশনের সাবেক “সভাপতি আব্দুল মুন্তাকিম মুজাক্কির এর সঞ্চালনায় প্রথম স্বাগত বক্তব্য দেন সাইয়েদ মিয়া । অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন স্পেনে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল মামুন, কাজী এনায়েতুল করিম তারেক, কামরুজ্জামান সুন্দর, রানা মাসুদ আলম, সোহেল আহমেদ সামসু, গ্রেটার সিলেটের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি । পরে দীর্ঘদিনের মতপার্থক্য ভুলে দুইকমিটি কে বিরোধ অবসান ঘটিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা |এসময় আহ্বায়ক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, আব্বাছ উদ্দিন, আলী হুসেন চৌধুরী, সাবুদ মিয়া, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান ,মিজান চৌধুরী ,হাফিজ মিয়া প্রমুখ |
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।