স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলুর সঞ্চালনায় এ সমাবেশে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলার অবিস্মরণীয় ঘটনাবলি পাশ্চাত্যের বন্ধুদের কাছে সবিস্তারে উল্লেখ করতে হবে দলীয় নেতা-কর্মীদের। কারণ, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসররা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।”
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি ভূখণ্ড দিয়ে গেছেন। সেটি এখন সোনার বাংলায় পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য মেয়ের নেতৃত্বে। তবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদেরও ভূমিকা থাকতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আব্দুল মতিন পারভেজ, আলমগীর মিয়া, উপদেষ্টা আব্দুল হাই জিয়া, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আস্রাব আলী খান লিটন, খায়রোল ইসলাম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল পাশা মানিক, ওজনপার্ক আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খলিল, কুইন্স আওয়ামী লীগের সহ সভাপতি সমিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন, মো. দিদার, রাজ চৌধুরী ও লিটন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।