নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৯, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

STAFF USBD
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০

নওগাঁ :
“সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। জেলা প্রশসানের আয়োজনে রবিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহেল বকী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান বাবলুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।