ভালোবাসা নিয়ে বিখ্যাত লেখকদের উক্তি

Daily Ajker Sylhet

১৫ ফেব্রু ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ণ


ভালোবাসা নিয়ে বিখ্যাত লেখকদের উক্তি

ভালোবাসা নিয়ে বিভিন্ন সময় বিশ্বের সেরা লেখকরা বিভিন্ন রকম উক্তি দিয়েছেন। শেক্সপিয়ার থেকে জন গ্রীণের মত লেখকরা ভালবাসার আবেগকে লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। আর এই ভালোবাসা দিবসে তেমনি পাঁচ উক্তি তুলে ধরা হলো পাঠকদের জন্য।

জন গ্রীণ: আপনি যেভাবে ঘুমিয়ে পড়ছেন সেভাবেই আমি প্রেমে পড়েছিলাম, আস্তে আস্তে এবং তারপরে একবারে পুরোপুরি ।

শেক্সপিয়ার: আস্তে বলুন যদি সেটি ভালোবাসার কথা হয়।

লিও তলস্তয়: প্রেমে না পড়া পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি।

মার্গারেট মিচেল: আপনার তাকেই চুম্বন করা উচিৎ এবং প্রায়শই তাকে যে জানে কিভাবে এটি করতে হয়।

লুইসা ম্যা আলকোট: প্রেম একটি দুর্দান্ত সৌন্দর্যবর্ধক।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।