সৌম্যর জাঁকজমকপূর্ণ বৌভাতে আনন্দধারা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২৭, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সৌম্যর জাঁকজমকপূর্ণ বৌভাতে আনন্দধারা

STAFF USBD
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
সৌম্যর জাঁকজমকপূর্ণ বৌভাতে আনন্দধারা

অতিথিদের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার পর থেকে একে একে এসেছেন অতিথি।

সৌম্য সরকারের চাচা ক্রিড়াবিদ কিরন্ময় সরকার জানান, বৌভাতে খাওয়ার মেন্যুতে রাখা হয়েছে নান রুটি, খাসির কালো ভুনা, কাচ্চি বিরিয়ানি, খাসির রেজালা, মিষ্টি, ফুসকা, চটপটি, চা, কফি, সফট ড্রিংকস। আর রাতে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

রাতে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠানের সব দেখভাল করছেন সৌম্য সরকারের ভাই প্রণব সরকার ও পুষ্পেন সরকার। বাবা সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার আছেন অতিথি বরণে।

মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট এর মানেজার আতিকুল আলম জানান, সৌম্যের বিয়ে উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩টি ভবনের ৫৫টি ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এসব কক্ষে দুই শতাধিক অতিথি থাকতে পারবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।