করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে ২শ’ শয্যা প্রস্তুত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৮, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে ২শ’ শয্যা প্রস্তুত

প্রকাশিত মার্চ ৯, ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে ২শ’ শয্যা প্রস্তুত

Manual7 Ad Code

বেনাপোল (যশোর):
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হবে বর্ণাঢ্য আয়োজনে। এ ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জেলায় ২শ’ এবং উপজেলা পর্যায়ে ১শ শয্যা প্রস্তুুুত রাখা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে ১০টি কেবিন এবং টিবি হাসপাতালের ৪০ শয্যা প্রস্ত রাখা হয়েছে।

আজ সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সব তথ্য উঠে এসেছে।

Manual2 Ad Code

২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় জানান, অগ্রিম প্রস্তুতি হিসেবে এস করা হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে উপজেলা পর্যায়েও অন্য রোগিদের স্টাফ কোয়াটারে স্থানান্তর করে হাসপাতালগুলোকে এই ভাইরাসে আক্রান্তদের রাখার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পার্শবর্তী কোনো স্কুলকে বেছে নেয়া হবে।
তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফেরা কেউ থাকলে বিশেষ সংস্থার মাধ্যমে তাদের শনাক্ত করতে হবে। তাদেরকে অত্যন্ত ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। বিদেশ ফেরতদের সিভিল সর্জনের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া করোনা ভাইরাস বিস্তার রোধে এবং করণীয় সম্পর্কে যশোরে সতর্কজনক প্রচরণার পাশাপাশি স্বাস্থ্যবিভাগও প্রস্তুতি গ্রহণ করেছে।

Manual2 Ad Code

কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.দিলিপ কুমার রায়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন প্রতিভা ঘরাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল লাইচ, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code