নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Daily Ajker Sylhet

০৯ মার্চ ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ণ


নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নবাবগঞ্জ (দিনাজপুর):
“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৯টি ইউনিয়নের ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে বাচাইকৃত ৯টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এতে অংশ গ্রহন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আল আলিমুল রাজি প্রমুখ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।