করোনা ভাইরাস: হাসপাতাল থেকে পালানো যুবক স্টেশনে আটক
০৯ মার্চ ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি থাকা এক যুবক পালিয়ে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে থাকে আটক করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনাটি ভারতের। জয়পুরের একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে হাওড়া স্টেশনে তাকে ধরে ফেলে রেল পুলিশ। পরে ফের তাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ওই যুবক রাজস্থানের জয়পুরের একটি হোটেলে কাজ করতেন। তিনি নদিয়ার বাসিন্দা।
যে হোটেলে ওই যুবক কাজ করতেন, করোনা ভাইরাসে আক্রান্ত ইতালির বেশ কয়েকজন পর্যটক ছিলেন সেখানে। হোটেলে তাদের সংস্পর্শে আসা অনেক কর্মচারীকে জয়পুরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখান থেকে পালিয়ে যান ওই যুবক।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে তাকে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। খবর: আনন্দবাজার