মোনাকোর প্রিন্স আলবার্ট করোনা আক্রান্ত

Daily Ajker Sylhet

২০ মার্চ ২০২০, ০১:০০ অপরাহ্ণ


মোনাকোর প্রিন্স আলবার্ট করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোনাকোর প্রিন্স আলবার্ট। তবে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সিএনএনের খবরে বলা হয়েছে, প্রিন্স আলবার্টের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছেন। তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের দফতর থেকে তিনি রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি মন্ত্রিসভার সদস্য, সরকার ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

 

মোনাকের এই প্রিন্সের বয়স এখন ৬২ বছর। মোনাকোর সাবেক প্রিন্স রেইনার থ্রি ও অভিনেত্রী গ্রেস কেলির সন্তান। বাবার মৃত্যুর পর ২০০৫ সালে আলবার্ট ক্ষমতায় আসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।