নওগাঁয় বেলকন গ্রুপ'র উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নওগাঁয় বেলকন গ্রুপ’র উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরন

ADMIN, USA
প্রকাশিত মার্চ ৩০, ২০২০

 

নওগাঁ প্রতিনিধি :
করোনা ভাইরাস আতঙ্কে যখন কেউ ঘর থেকে বের হতে পারছেন না তখন নওগাঁয় কর্মহীন, দিন মজুর ও নি¤œ আয়ের ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করলেন নওগাঁ বেলকন গ্রুপ অফ ইন্ড্রাষ্টি। সোমবার সকালে শহরের বাইপাস বিএইচ স্পেশালিষ্ট কোল্ডষ্টোরে প্রাইভেট লিমিটেড চত্বরে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও তৈল ১ কেজি করে এসব খাদ্য সামগ্রী তুলে দেন বেলকন গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রির ব্যাপস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এসময় বেলকন গ্রুপের জেনারেল ম্যানেজার আবু ওয়াহিদ আলাল ও মার্কেটিং ম্যানেজার আব্দুল ওয়াহাব সহ তার কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোঃ বেলাল হোসেন বলেন, সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে কর্মহীন, দিন মজুর ও নি¤œ আয়ে মানুষ। তাই সরকারের পাশাপাশি বেলকন গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে মানুষ সমাগম এড়িয়ে ১০ হাজার পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অবস্থা বিবেচনা করে আরো সহয়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।