লকডাউন আর কতদিন? মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে
১১ মে ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোট, ঢাকা: তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার পরেও লকডাউন চলবে, নাকি নিয়ম-কানুন শিথিল করা হবে আরও খানিকটা, তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে পঞ্চম বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। এ দিনের বৈঠকে অর্থনীতির গতি ফেরানো নিয়েও আলোচনা হতে চলেছে বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ছাড় ও আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়েও আলোচনা হতে পারে।
করোনা সঙ্কট সামাল দিতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তবে সম্প্রতি নিয়ম কানুন বেশ খানিকটা শিথিল করা হয়। বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কাজ চলছে। এরই সঙ্গে মঙ্গলবার থেকে ধাপে ধাপে যাত্রিবাহী ট্রেন চালু করছে রেল মন্ত্রক। তবে আইআরসিটিসির ওয়েবসাইটেই শুধুমাত্র টিকিট পাওয়া যাবে।