চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ জিপিএ ৫ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪১, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ জিপিএ ৫

STAFF USBD
প্রকাশিত মে ৩১, ২০২০
চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ জিপিএ ৫

 

চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ড ও জেলায় সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ওই প্রতিষ্ঠান হতে ১১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ ৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক জানান, ওই প্রতিষ্ঠানটি ভাল মানের। কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষকের কঠোর পরিশ্রম সর্বপরি শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলে ওই প্রতিষ্ঠানে খুব ভাল ফলাফল অর্জন করেছে। এছাড়াও চিরিরবন্দরে বেশ কয়েকটি ভাল মানের প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানগুলিও ভাল ফলাফল করেছে। আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ মমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের গর্বিত ফলাফলে আমরা উচ্ছ্বসিত। প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষকদের দায়িত্ববোধ থেকে এ ফলাফল অর্জিত হয়েছে।
অপরদিকে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৮ জন জিপিএ ৫, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ ৫, সানলাইট উচ্চ বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫৬ জন জিপিএ ৫ পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।