পরিযায়ীদের ১৫ দিনে রাজ্যে ফেরান, তুলে নিন মামলা

Daily Ajker Sylhet

০৯ জুন ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ


পরিযায়ীদের ১৫ দিনে রাজ্যে ফেরান, তুলে নিন মামলা

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় হেঁটেই ভিন্ রাজ্য থেকে রওনা দিয়েছিলেন কেউ কেউ। কয়েকশো মাইল পেরোতে কেউ কেউ আবার বেরিয়েছিলেন সাইকেল নিয়ে। লকডাউনের বিধিনিষেধ ভেঙে এ ভাবে রাস্তায় বার হওয়ায় পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ বার সেই সমস্ত মামলা তুলে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরাতে নির্দেশ দিল শীর্ষ আদালত একটানা দুমাসেরও বেশি সময় ধরে লকডাউনের জেরে ট্রেন-বাস বন্ধ। সরকারের তরফে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করা হলেও এখনও বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। আগামী ১৫ দিনের মধ্যে ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে বাড়ি ফেরাতে হবে বলে কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, কোনও রাজ্য সেখানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাতে চাইলে, ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করে দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।