মার্কিন পুলিশ সংস্কারে আইনের প্রস্তাব ডেমোক্র্যাটদের

Daily Ajker Sylhet

০৯ জুন ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ


মার্কিন পুলিশ সংস্কারে আইনের প্রস্তাব ডেমোক্র্যাটদের

ডেস্ক রিপোর্ট,ঢাকা: যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর মার্কিন পুলিশে সংস্কার আনতে কংগ্রেসে সুদূরপ্রসারী আইনের প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটরা। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানায়। পুলিশের অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ গঠন, ঘাড়ে চাপ প্রয়োগ নিষিদ্ধ করা এবং বর্ণবাদ প্রতিহত করার পথ সুগম করবে এ আইন। তবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সিনেটে জাস্টিস ইন পোলিসিং অ্যাক্ট অব ২০২০ নামে বিলটি সমর্থন পাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিশাল বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে মিনিয়াপোলিস সিটি কাউন্সিল স্থানীয় পুলিশ বিভাগ ভেঙে জননিরাপত্তা নিশ্চিত করার নতুন উপায় বের করার পরিকল্পনার কথা জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।