ডেস্ক রিপোর্ট, ঢাকা: খাঁ খাঁ শূন্য গ্যালারি। দর্শকের গগনবিদারী চিৎকার বা উল্লাস নেই। গোল করার পর সতীর্থদের জড়িয়ে ধরে উদযাপন নেই। করোনা পুরো বিশ্বের মতো ফুটবলকেও পাল্টে দিয়েছে। চেনা দৃশ্যগুলো অনুপস্থিত। কিন্তু একজন আছেন আগের মতোই। সেই একজন আর কেউ নন, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। লম্বা বিরতির পর ফিরেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
করোনার কারণে তিন মাসের বেশি সময় স্থগিত থাকার পর মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠের লড়াইয়ে নেমেছিল বার্সা। ভিন্ন বাস্তবতার মাঝেও এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে ছিল অন্যরকম আগ্রহ। প্রিয় খেলোয়াড় মেসির পায়ের জাদু দেখার দীর্ঘ প্রতীক্ষার পালা যে অবশেষে সমাপ্ত হলো। মেসিও এ রাতে হতাশ করেননি। খেলার শুরুর বাঁশি বাজতেই দেখা দিলেন সেই আগের রূপে। করোনার ছুটিতে ওজনও কমিয়ে ফেলেছেন অনেকখানি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।