পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০

ADMIN, USA
প্রকাশিত জুন ২৯, ২০২০
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪ হামলাকারী, ৪ নিরাপত্তারক্ষী, ১ পুলিশ সদস্যসহ ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও ভবনটি ঘিরে রেখেছে। সোমবার (২৯ জুন) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডন। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, হামলার সময় বন্দুকধারীরা একটি গাড়ি থেকে নেমে স্টক একচেঞ্জ ভবনে ঢোকার আগে আগে বেশ কিছু গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে কয়েকটি এক-৪৭ রাইফেল, হ্যান্ড-গ্রেনেড, গুলির ম্যাগাজিন ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।