BengaliEnglishFrenchSpanish
জুম্মা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত হচ্ছে আরব আমিরাতের মসজিদ। - BANGLANEWSUS.COM
  • ৫ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ


 

জুম্মা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত হচ্ছে আরব আমিরাতের মসজিদ।

STAFF USBD
প্রকাশিত জুন ২৯, ২০২০
জুম্মা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত হচ্ছে আরব আমিরাতের মসজিদ।

মাহবুবুর রহমান বাবুঃ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ১লা জুলাই মুসল্লীদের জন্য উন্মুক্ত হচ্ছে  সংযুক্ত আরব আমিরাতের মসজিদ গুলি। মহামারি করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য এই সময় শুধু ইমাম মুয়াজ্জিন ব্যাতিত সাধারন মুসল্লীদের জামায়াতে অংশ গ্রহণের অনুমতি ছিলনা।

প্রতিটি মসজিদে ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মুসল্লীদের উপস্থিতি ও আরও কিছু নির্দেশ জারিকরে মসজিদ উন্মুক্ত হওয়ার বিষয়টি এক শীর্ষ কর্মকর্তা ঘোষণা করেছেন। তবে শুক্রবারের জুম্মার নামাজ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত  স্থগিত থাকবে।
উল্লেখ্য গত ১৬ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের উপাসনালয়ে সাধারণ মানুষের উপস্থিতি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
শর্ত গুলো নিম্নরূপঃ
১। মুসল্লীদের মধ্যে ৩ মিটার দূরত্ব বজায় রখতে হবে।
২. হাত মিলানো অনুমোদিত নয়।
৩. বাড়িতে অবশ্যই অযু করে আসতে হবে ।
৪) পবিত্র কুরআন পড়ার জন্য অবশ্যই নিজের কোরান আনতে হবে।
৫. সমস্ত মুসল্লীদের অবশ্যই চুক্তি ট্রেসিং অ্যাপ ALHosn ডাউনলোড এবং সক্রিয় করতে হবে।
৩। দীর্ঘস্থায়ী রোগ এবং বয়স্কদের মতো দুর্বল শ্রেণির লোকদের অবশ্যই মসজিদগুলিতে যেতে হবে না।
এই নিয়ম সব উপাসনালয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

এই সংবাদটি 1,276 বার পড়া হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।