ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১৭, ২০২০
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩৪ হাজার ৯৫৬ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৭ জন।

 

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের এ পর্যন্ত ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ হাজার ৬০২ জন। এছাড়া ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

 

করোনার সংক্রমণ বাড়তে থাকায় ভারতের কিছু অংশে আবারো লকডাউন জারি করা হচ্ছে। ভারতের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্য।

করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। ভারতের আগে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।