ডেস্ক রিপোর্ট, ঢাকা: আসন্ন ঈদুল আজহায় অতিরিক্ত ট্রেন চালু করে মহামারি গ্রামে ছড়িয়ে দিতে চান না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদে বাড়তি ট্রেন ও অগ্রিম টিকিট বিক্রি করে দুর্যোগ গ্রামে ছড়াতে চায় না রেল মন্ত্রণালয়। ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলছে, সেভাবেই চলবে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, ঈদে যে যেখানে আছেন, সেখানেই ঈদ উদযাপন করুন। দেশের স্বার্থে আপনারা বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। নিজেকেও নিরাপদ রাখুন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।