যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলা, আহত ১৪
২২ জুলা ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন । মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে এই বন্দুক হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে বন্দুকধারীর পরিচয় এবং গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিকাগোর গ্রেসহ্যামে ওয়েস্ট ৭৯ স্ট্রিটে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই বন্দুক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে৷ এমন পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে৷ আতঙ্কগ্রস্ত হয়ে অংশগ্রহণকারীরা গুলি থেকে বাঁচার জন্য ছুটোছুটি শুরু করে।