জার্মানিতে করোনায় বাংলাদেশির মৃত্যু - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

জার্মানিতে করোনায় বাংলাদেশির মৃত্যু

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
জার্মানিতে করোনায় বাংলাদেশির মৃত্যু

জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর ওফেনবাখের অধিবাসী কামরুল ইসলাম মুকুল রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামরুল ইসলাম মুকুলের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দীর্ঘদিন থেকে জার্মানিতে বসবাস করছেন।

 

এদিকে কমিউনিটিতে বেশ পরিচিত কামরুল ইসলাম মুকুলের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী কমিউনিটি নেতা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কামরুল ইসলাম মুকুল করোনা আক্রান্ত অবস্থায় মারা গেছেন। তিনি অত্যন্ত পরিচ্ছন্ন ও দ্বীনদার মানুষ ছিলেন। তিনি কামরুল ইসলাম মুকুলের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।