বুলবুল আহমদ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইনক এর পক্ষ থেকে দীর্ঘদিন যাবত গরীব অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরন করে আসছে। নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন উপস্থিত থেকে দৃঢ় হোক বন্ধন- থাকুন কাছাকাছি এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে তিনির সাধ্যমতো নগদ অর্থ বিতরণ করেন। ১নং, বড় পশ্চিম ভাকৈর ইউনিয়ন, ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন, ৪নং দীঘলবাক ইউনিয়ন, ৫নং আউশকান্দি ইউনিয়ন, ৬কর্শি ইউনিয়ন, ৭নং করগাও ইউনিয়ন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন, ৯নং বাউশা ইউনিয়ন, ১০নং দেবপাড়া ইউনিয়ন, ১১নং গজনাইপুর ইউনিয়ন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন, ১৩নং পানিউমদা ইউনিয়ন।
জানাযায়,নবীগঞ্জের আমেরিকায় অবস্থানরত ব্যাক্তিরা একটি ফান্ট তৈরী করেন। এতে সভাপতি দুদু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, খসরু আহমেদ, আব্দুল বাছির খাঁন, জুয়েল আহমদ চৌধুরী, মিজানুল হক খাঁন, সৈয়দ লিটন আলী, হাফেজ আবু হানিফা, সহ সাংগঠনের সকল সদস্য ও আমেরিকায় অবস্থানরত নবীগঞ্জবাসীর আর্থিক অনুদানে উক্ত ফান্ড গঠন করা হয়েছে। উক্ত নগদ অর্থ বিতরনকালে এলাকার বিভিন্ন শ্রেনী পেশারা লোকজন উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।