আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের হাসি নিয়ে অভিযোগ করলেন। কমলা হ্যারিসের হাসির ধরণটা পছন্দ নয় বলেই জানালেন তিনি।
ট্রাম্প বলেন, কিছু সমস্যাতো আছেন ওনার। ওরকম ভাবে হেসেই যান কেন?’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত কাছে আসছে, ট্রাম্পের আজগুবি কথাবার্তা যেন বেড়েই চলেছে। আগামি ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন। যুদ্ধের দামামা বাজছে।
জো বাইডেনের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসও রয়েছেন স্পটলাইটে। পেনসিলভানিয়া নির্বাচনী প্রচারে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, বাইডেনের সহ-যোদ্ধাকে আগেরদিন টিভিতে দেখেছেন আপনারা? কী রকম না হাসিটা? সারাক্ষণ হেসে গেলেন। তার মাথাতেও কি কোনও সমস্যা রয়েছে?
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।