হেফাজতের কমিটি চোরাই পথে হলে তা কেউ মানবে না – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪১, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

হেফাজতের কমিটি চোরাই পথে হলে তা কেউ মানবে না

প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
হেফাজতের কমিটি চোরাই পথে হলে তা কেউ মানবে না

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলনে সংগঠনটির মূলধারাকে বাদ দিয়ে চোরাইপথে কমিটি গঠন করা হলে তা বাংলাদেশের আলেম সমাজ মেনে নেবে না বলে ঘোষণা করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ফয়জুল্লাহ বলেন, আজ হেফাজতের ঐতিহ্য ভূলুণ্ঠিত করে যারা হেফাজতকে একটি চিহ্নিত মহলের ক্রীড়নকে পরিণত করতে যারা চাচ্ছে অচিরেই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাল্লাহ। হেফাজতের মূলধারাকে বাদ দিয়ে যারা হেফাজতের একজন পদত্যাগী নেতার সাইনবোর্ড ব্যবহার করে এই ঈমানি সংগঠনকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র করছে এদেশের ধর্মপ্রাণ জনগণ বিশেষত উলামায়ে কেরামরা তা কোনোদিনই মেনে নেবে না।

Manual5 Ad Code

আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর এই আমানত রক্ষা করার জন্য প্রয়োজনে সবকিছু উৎসর্গ করতে তারা প্রস্তুত রয়েছে। তিনি আরত্ত বলেন, হাটহাজারী মাদ্রাসায় আন্দোলনের নামে আল্লামা শফী (রহ.)-এর র ভাঙচুর এবং তার ওপর মানসিক চাপ, অসৌজন্যমূলক আচরণ, মেডিসিন নিতে বাধা প্রদান, তার চিকিৎসায় ব্যাঘাত ঘটানো এসবই ছিল তাদের পরিকল্পিত ষড়যন্ত্র। এসবের মূল হোতারা এ সম্পর্কে অজ্ঞ বলে মিডিয়ার সামনে যে হাঁকডাক ছাড়ছেন তা সত্যের অপলাপ মাত্র। বাংলার জমিনে শহীদ আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর অস্বাভাবিক শাহাদতের বিচার একদিন হবেই। সংবাদ সম্মেলনে আরত্ত উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা একে এম আশরাফুল হক, মাওলানা আলতাফ হোসেন, জিয়াউল হক মজুমদার, মুজিবর রহমান, মাওলানা মনসুর হক প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code