রণবীর আলিয়ার প্রেমটা যে একপাক্ষিক না, সেটি আবারও প্রমাণ পাওয়া গেল। রণবীরের সঙ্গে যোগাযোগটা আরও নিবিড় করতে আরও কাছাকাছি চলে আসছেন আলিয়া। ফ্ল্যাট কিনেছেন রণবীর যে বাসায় থাকেন সেই অ্যাপার্টমেন্টেই। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের মুম্বাইয়ের জুহু ও লন্ডনের কোভেন্ট গার্ডেনে দুটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও রণবীর কাপুরের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী হতে মুম্বাইয়ের বান্দ্রায় আরও একটি ফ্ল্যাট কিনেছেন বলিউডের এই আলোচিত অভিনেত্রী।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের সঙ্গী হতে আলিয়া ব্যয় করেছেন ৩২ কোটি রুপি। এত টাকা খরচ করে মুম্বাইয়ের বাস্তু পালি হিল কমপ্লেক্সের পঞ্চম তলায় দুই হাজার ৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। এ অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। ঘটনাচক্রে এ অ্যাপার্টমেন্টটি কাপুর পরিবারের কৃষ্ণরাজ বাংলোর নিকটবর্তী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলিয়ার এ ফ্ল্যাটের ইন্টেরিওর ডিজাইনের দায়িত্ব পেয়েছেন প্রযোজক শাহরুখের স্ত্রী গৌরী খান। ২০১৬ সালে রণবীরের ফ্ল্যাট সাজানোর একই দায়িত্ব পেয়েছিলেন গৌরী।
রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের এ যুগল।
এর আগে জুহুতে ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেন বলিউড সেনসেশন আলিয়া। ফেব্রুয়ারিতে ইকোনমিকস টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১৩ কোটি ১১ লাখ রুপি দিয়ে তিনি ফ্ল্যাটটি কিনেছেন। এটিই তার কেনা প্রথম সম্পদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।