বঙ্গবন্ধুর ব্যাপারে কোন ছাড় নয়: তথ্যমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৮, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ব্যাপারে কোন ছাড় নয়: তথ্যমন্ত্রী

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
বঙ্গবন্ধুর ব্যাপারে কোন ছাড় নয়: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বঙ্গবন্ধুকে অবমাননা এবং তার ব্যাপারে কোন ইস্যুতে ছাড় নয় বলে জানিয়েছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বলেছেন, একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজ নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। কোনোভাবেই কোনও ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না। আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবেআয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র ও ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছেন। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, যিনি মানুষকে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। তিনি আরত্ত বলেন,  সাংবাদিকরা দেশের মানুষকে পথ দেখায়। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে যেমন সাংবাদিকদের অন্যন্য ভূমিকা ছিল, ঠিক একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামেও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল। যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, যারা মধ্যযুগের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজ কলম নিয়ে সোচ্চার হতে হবে। ইতিমধ্যে প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে এর  যুগ্ম মহাসচিব এমএ মজিদ ত্ত  চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মো. রেজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।