রব পরিবারকে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:২৭, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রব পরিবারকে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
রব পরিবারকে  সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক :  সম্মিলিত বরিশাল বিভাগবাসী, যুক্তরাষ্ট্র এর উপদেষ্টা মরহুম আবদুর রবের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ২৯ শে নভেম্বর নিউইয়র্কের এস্টোরিয়ায় মরহুমের বাসভবনের সামনে সম্মিলিত বরিশাল বিভাগবাসীর পক্ষ থেকে আর্থিক অনুদান তার স্ত্রী সেলিনা পান্না’র নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নীতি নির্ধাররক মো: ওয়াদুদ তালুকদার, ডা: আবদুস সবুর, ইঞ্জিনিয়ার মো: মহসিন, মামুন উর রশিদ, মো: কায়কোবাদ খান, সহ সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাইদুর রহমান, নজরুল আলম চৌধুরী, মো: তরিকুল ইসললাম প্রিন্স, জুয়েল লস্কর, আবু জাফর ফরাজী, সবিতা দাশ, সাংগঠনিনক সম্পাদক সাথী আহমেদ হাফিজ এঞ্জেল, নির্বাহী সদস্য টিএম রুহুল আমিন, মাহবুব আলম টুকু। এছাড়াও মরহুমের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা এনায়েত উদ্দিন সরদার, সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি এম.এল.গাজী, ডা: রুমানা সবুর, তাহেরুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর কবির, সিনিয়র সহ সভাপতি মো: শাহ আলম প্রমুখ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেজ জাকির হোসেন মিয়া।
উল্লেখ্য, আবদুর রব (৭৪) গত ২৬ অক্টোবর এস্টোরিয়া মাউন্ট সেনাই হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..রাজেউন)। গত ২৯ অক্টোবর জ্যামাইকা মুসলিম সেন্টারে ইমাম আবু জাফর বেগের ইমামতিতে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। গত ৩ রা নভেম্বর তার মরদেহ এমিরাটাস এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয় এবং খুলনায় নিজ গ্রামে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code