নিউজ ডেস্ক, নিউইয়র্ক : ব্রাজিলে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস নিচের রেললাইনে পড়ে ভেতরে থাকা ১৭ জনের মৃত্যু ঘটেছে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার মানাজ গ্যারিজ অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। আহতের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান আরও ৫ জন।
ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় পুলিশ জানায়।
এক ভিডিওতে দেখা যায়, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।
এ ঘটনার তদন্ত চলছে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
অন্যদিকে স্থানীয় পত্রিকা ফোলহা জানায়, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে বাসটির।
ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ব্রিজে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। পুলিশ তাকে খুঁজছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।