সমাজের প্রতিটি কর্মকাণ্ড ভিলেজ পলিটিক্সকে ঘিরে আবর্তিত হচ্ছে। ভিলেজ পলিটিক্স শব্দের অর্থ মূলত গ্রাম্য রাজনীতি হলেও আমরা শব্দটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করি। সামগ্রিক অর্থে শুধু ভিলেজ পলিটিক্স নয় বরং পলিটিক্স শব্দটি আমাদের সামাজে আজকাল একটু নেতিবাচক অর্থে ব্যবহার করে থাকি। পারিবারিক বা সামাজিক কোনো বিতর্কিত বিষয়ে আমরা হরহামেশা বলে থাকি— আমার সঙ্গে পলিটিক্স করবি না। তবে ভিলেজ পলিটিক্স শব্দটি একটু বেশি কুটিলতা অর্থে সমাজে এখন ব্যবহৃত হচ্ছে। এই ভিলেজ পলেটিক্সের কোনো কিতাবি সংজ্ঞা কোথায় পাওয়া যায় না। এর নির্দিষ্টভাবেভাবে গতিপ্রকৃতি নেই। গুণগত মানের দিক থেকে এটি নিম্নমানের। সাধারণত গ্রামের প্রভাবশালী, ক্ষমতাধর, বংশীয় পেশি শক্তি যাদের বেশি, ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা এই রাজনীতির চর্চা করে থাকে। এ ধরনের রাজনীতির কোনো নির্দিষ্ট নিয়ম-নীতি, রাজনৈতিক দর্শন ও নথিপত্রের প্রয়োজন হয় না। এই রাজনীতি মূলত কান-কথার উপর নির্ভর করে প্রচলিত হয়। আমাদের মানসপটে যে নির্জন ছায়া নিবিড় শান্ত পরিবেশের গ্রামের কথা ভেসে ওঠে তার সঙ্গে এই রাজনীতি বড়ই বেমানান।