বিনোদন রিপোর্টার: দেশে প্রথমবারের মতো নির্মিত হলো ইংরেজি ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদান পাওয়া গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই ছবিটির নাম দ্য গ্রেভ।গল্পের ভিন্নতা ও ভাষার কারণে ছবিটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বেশ আগেই। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলো এর ট্রেলার। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। যেখানে উঠে এসেছে ছবিটির গল্প ভাবনা। যদিও খানিক সমালোচনা রয়েছে, ইংরেজি ভাষায় ডাবিং না করে অভিনেতাদের মাধ্যমে ডায়লগ প্রক্ষেপণ করা নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা গাজী রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।