খুলনার আঠারোবেঁকি নদীর তীরে বৃক্ষরোপণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:১৯, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খুলনার আঠারোবেঁকি নদীর তীরে বৃক্ষরোপণ

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
খুলনার আঠারোবেঁকি নদীর তীরে বৃক্ষরোপণ

খুলনা অফিস :
নদীর দুই পাড় অবৈধ দখলদার মুক্ত, নদী ভাঙন রোধ ও নদীর দুই তীরে সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষে খুলনার আঠারোবেঁকি নদীর পুনঃখননকৃত নদীর দুই পাড়ে বৃক্ষরোপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
আঠারোবেঁকি নদীর রূপসা ও তেরখাদা উপজেলার চানপুর-ছাগলদাহ এলাকায় নদীর পাড়ে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল সাইফুল ইসলাম। এখানে নদীর দুই তীরে ১৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। ফলজ, বনজ ও ওষুধি গাছের চারারোপন করা হয়। পুনঃখনন করা আঠারোবেঁকি নদীর ৪৯ কিলোমিটার এলাকায় দুই পাড়ে গাছরোপন করা হচ্ছে। আঠারোবেঁকি নদীর পুনঃখনন এর কাজটি বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশের গৌরবোজ্জল সেনা বাহিনি পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এবং এ কাজে বিজনেস পার্টনার এ আর কে গ্রুপ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবীর, এ আর কে গ্রুপের পরিচালক মো. ফারুক আলম, বি ডি পি এলের সাইট ইঞ্জিনিয়ার মো. সোহেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।