উমুক্তস্থানে ভ্যাকসিন নেবেন মাইক পেন্স - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

উমুক্তস্থানে ভ্যাকসিন নেবেন মাইক পেন্স

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
উমুক্তস্থানে ভ্যাকসিন নেবেন মাইক পেন্স

ডেস্ক নিউজ, ঢাকা: প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স। টিকা নিতে লোকজনকে উৎসাহিত করতে শুক্রবার জনসম্মুখে এ ভ্যাকসিন নেবেন তিনি। টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আমেরিকানদের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ভ্যাকসিন নেবেন ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউজে সস্ত্রীক ভাইস প্রেসিডেন্টের টিকা নেওয়ার অনুষ্ঠান টেলিভিশনেও সম্প্রচার করা হবে। একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল জারোম অ্যাডামস-ও টিকা নেবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ জানানো হবে না। চিকিৎসকদের পরামর্শে যথাসময়েই টিকা নেবেন তিনি। তবে মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টও প্রকাশ্যে টিকা নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।