দেশে বাড়ছে শৈত্যপ্রবাহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:০০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দেশে বাড়ছে শৈত্যপ্রবাহ

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২০
দেশে বাড়ছে শৈত্যপ্রবাহ

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে শৈত্যপ্রবাহ।  এটি আরও বিস্তার করে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার (২৭ ডিসেম্বর) দেশের ১০ জেলায় তাপমাত্রা ১০-এর নিচে নেমে গেছে। আরও ১১ জেলায় তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে অবস্থান করছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৭ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯,  তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, শ্রীমঙ্গল ও বদলগাছিতে ৮ দশমিক ৪ ,ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫ এবং গোপালগঞ্জে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন- চারদিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।