মামলার বিচারের জন্য তদন্ত গতি দ্রুত হোক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩০, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মামলার বিচারের জন্য তদন্ত গতি দ্রুত হোক

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২০
মামলার বিচারের জন্য তদন্ত গতি দ্রুত হোক

সম্পাদকীয়:  দীর্ঘসূত্রতা: দ্রুত বিচারের অন্যতম অন্তরায় সাধারণ মামলা তো বটেই, এমনকি চাঞ্চল্যকর মামলাগুলোরও একটি বড় অংশ তদন্তের দীর্ঘসূত্রতার কারণে বিচারবহির্ভূত থেকে যাচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডটির কথাই ধরা যাক। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার তাদের ভাড়া বাসায় খুন হয়েছিলেন। এরপর দফায় দফায় সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা। সর্বশেষ ৭৬ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পেছানো হয়। ২৯ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন বিচারিক আদালত। শুধু সাগর-রুনী নয়, খুনের অনেক মামলারই বিচার হতে পারছে না তদন্ত না হওয়ার কারণে। বলা বাহুল্য, বিচার বিলম্বিত হওয়ার কারণে বেড়ে চলেছে মামলাজট। বিচারকার্য বিলম্বিত হলে তার ফল কী হয়, একমাত্র ভুক্তভোগীরাই তা টের পান। বিচারপ্রার্থীরা বছরের পর বছর যে আর্থিক, দৈহিক ও মানসিক ভোগান্তির শিকার হন, তা এককথায়-অবর্ণনীয়। মামলার নিষ্পত্তিতে বিলম্ব হলে ন্যায়বিচার পাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বলা হয়ে থাকে- জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনায়েড। সুতরাং ন্যায়বিচারের স্বার্থে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে বিচারব্যবস্থায় গতি ফেরাতে হবে। আর এই গতি ফেরানোর জন্য প্রথম দরকার সময়মতো মামলার তদন্ত প্রতিবেদন সম্পন্ন করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আন্তরিক হয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।