আইসিসির সেরা ব্যাটসম্যান হলেন উইলিয়ামসন

Daily Ajker Sylhet

৩১ ডিসে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণ


আইসিসির সেরা ব্যাটসম্যান হলেন উইলিয়ামসন

ডেস্ক রিপোর্ট, ঢাকা:  টেস্টের সেরা ব্যাটসম্যানের আসনটা এতদিন ভাগাভাগি করেছেন বিরাট কোহলি না হলে স্টিভেন স্মিথ। এই বছরেও ছিল একই চিত্র। ৩১৩ দিনের মতো শীর্ষ আসনটা দখলে রেখেছিলেন স্মিথ, কোহলি রেখেছিলেন ৫১ দিন। বছরের শেষ দিকে এসে এই দুজনকে টপকে সেই আসনটা এবার নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বছর শেষে হাল নাগাদের পর এমন দৃশ্যই ফুটে উঠেছে। সর্বশেষ ২০১৫ সালের শেষ দিকেও কিছু সময়ের জন্য শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন। এর পর থেকেই শীর্ষ আসনটা দখলে রেখেছেন তার সঙ্গে ২০০৮ সালের যুব বিশ্বকাপ খেলা স্মিথ-কোহলি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।