ব্রেয়ন্না টেইলরের ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা

Daily Ajker Sylhet

০১ জানু ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ


ব্রেয়ন্না টেইলরের ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা

ডেস্ক নিউজ, ঢাকা: গত মার্চে পুলিশের গুলিতে নিহত আফ্রিকান-আমেরিকান নারী ব্রেয়ন্না টেইলরের একটি ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। দুই সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে ভাস্কর্যটি স্থাপন করা হয়। শনিবার ব্রোঞ্জের ওই মূর্তিটি গুড়িয়ে দেওয়া অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাকে বর্ণবাদী আগ্রাসন আখ্যা দিয়ে ভাস্কর্যটি পুনর্নিমাণের ঘোষণা দিয়েছেন ভাস্কর লিও কারসন। ভাস্কর্য ভাঙার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গত মার্চে ব্রেয়ন্না টেইলরের বাড়িতে অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। এই হত্যাকাণ্ডের পর বর্ণবাদ ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার স্মরণে ওকল্যান্ড শহরে টেইলরের হাসিমুখের একটি ভাস্কর্য স্থাপন করেন লিও কারসন। যার ভিত্তিতে লেখা ছিলো: তার নাম: ব্রেয়ন্না টেইলর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।