করোনার উৎপত্তিস্থান উহানে আক্রান্তের সংখ্যা ১০ গুণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:২৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনার উৎপত্তিস্থান উহানে আক্রান্তের সংখ্যা ১০ গুণ

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
করোনার উৎপত্তিস্থান উহানে আক্রান্তের সংখ্যা ১০ গুণ

ডেস্ক নিউজ, ঢাকা: চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন এক জরিপে আভাস মিলেছে, দেশটির উহান শহরের প্রায় পাঁচ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। শহরটির জনসংখ্যা প্রায় এক কোটি দশ লাখ বলে ধারণা করা হয়। জরিপের আভাস অনুযায়ী, প্রায় পাঁচ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই আভাস সত্যি হলে, সরকারি হিসেবের চেয়ে শহরটিতে আক্রান্তের সংখ্যা অন্তত দশগুণ বেশি।  বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে। বৈজ্ঞানিক তথ্য প্রমাণ না থাকলেও ধারনা করা হয়ে থাকে সেখানকার একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত শহরটির ৫০ হাজার ৩৫৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই হিসাবের মধ্যে অবশ্য লক্ষণ ছাড়া আক্রান্তদের গণনা করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।