যেসব ফ্যাশনে অবাক হবে বিশ্ব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:২৮, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যেসব ফ্যাশনে অবাক হবে বিশ্ব

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২১
যেসব ফ্যাশনে অবাক হবে বিশ্ব

ডেস্ক নিউজ, ঢাকা:  গেল বছর বেশ কিছু পরিবর্তন এসেছে ফ্যাশন দুনিয়ায়। করোনা মহামারিতে অন্যতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে ফেস মাস্ক। এছাড়া হাইজিন মেনে চলা যায় এমন পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার চেষ্টা করেছেন কমবেশি সবাই। বিশ্বজুড়ে বাতিল হয়ে গেছে বহু ফ্যাশন ইভেন্ট। ফলে ডিজাইনারদের নতুন সব কাজ প্রকাশের ধারাও ছিল অন্যবারের তুলনায় কম। নতুন বছরে এসব বাধা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। ২০২১ সালে কেমন ফ্যাশন পছন্দ করবেন তরুণরা? কেমন ট্রেন্ডই বা মাতাবে বিশ্ব? ভোগ এবং দ্য ট্রেন্ড স্পটার ম্যাগাজিন জানাচ্ছে সেটাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।