যুক্তরাজ্যে প্রবেশে লাগবে নেগেটিভ সার্টিফিকেট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্যে প্রবেশে লাগবে নেগেটিভ সার্টিফিকেট

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২১
যুক্তরাজ্যে প্রবেশে লাগবে নেগেটিভ সার্টিফিকেট

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশসহ পৃ‌থিবীর যে কোনও দেশ থেকে প্রবেশের ক্ষেত্রে করোনার নেগেটিভ সা‌র্টিফিকেট বাধ্যাতমূলক করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রী দেশ ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। ব্রিটেনের পরিবহনমন্ত্রী গ্রান্ট শেপস শুক্রবার এ তথ্য জানিয়েছেন।এই নীতি এমন সময়ে গ্রহণ করা হলো যখন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ জনের মৃত্যু হলো। এই নিয়ে টানা দ্বিতীয় দিন ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৬১৮ জন। ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিদিন ইংল্যান্ডে কয়েক হাজার ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।