শেষ উইকেটের অপেক্ষায় বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৫৭, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শেষ উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১
শেষ উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একশ করা নিয়ে সংশয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোভম্যান পাওয়েল ও আলজারি জোসেফ প্রতিরোধ গড়ে স্কোর একশ পার করেন। স্কোরবোর্ডে ১২০ রান তোলার পর তাদের বিচ্ছিন্ন করেন মোস্তাফিজুর রহমান।

৩২ রানের এই জুটি ভাঙে আলজারি গালিতে দাঁড়ানো লিটন দাশকে ক্যাচ দিলে। ২১ বলে তিন চারে ১৭ রান করেন তিনি। রোভম্যানের সঙ্গে শেষ জুটিতে নেমেছেন আকিল হোসেন। ৩৮ ওভারে ৯ উইকেটে ১২০ রান ওয়েস্ট ইন্ডিজের।

 

উইন্ডিজের অষ্টম উইকেট মিরাজের

ওয়েস্ট ইন্ডিজের প্যাভিলিয়নে ফেরার মিছিলে এবার যোগ দিলেন রেমন রেইফার। ৩০তম ওভারের চতুর্থ বলে নিজের তৃতীয় উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ ব্যাটসম্যানের বিরুদ্ধে এলবিডাব্লিউর জোরালো আপিলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ এবং সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ১২ বলে ২ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন রেইফার।

৩০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েলের সঙ্গে ক্রিজে আছেন আলজারি জোসেফ।

 

হাসানের বলে সপ্তম ব্যাটসম্যানের বিদায়

আবারও জোড়া আঘাতে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসানের কাছে অধিনায়ক জেসন মোহাম্মদের উইকেট হারানোর পরের ওভারে হাসান মাহমুদ পান সফরকারীদের সপ্তম উইকেট। ২৫ বলে ২০ রান করে বোল্ড হন উইন্ডিজ ব্যাটসম্যান।

২৫ ওভারে ৭ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৭২ রান। ক্রিজে রোভম্যান পাওয়েলকে সঙ্গ দিচ্ছেন রেমন রেইফার।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।