দেশের গর্ব ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:০৬, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দেশের গর্ব ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
দেশের গর্ব ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানা

নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধে বাংলাদেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশের তৈরি ভ্যাকসিনের চেয়ে নিরাপদ ও সিঙ্গেল ডোজের। গ্লোব বায়োটেকের আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী এই ভ্যাকসিনটির নাম দিয়েছে ‘বঙ্গভ্যাক্স’। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এটি আবিষ্কার করলেও আমলাতান্ত্রিক জটিলতায় প্রায় তিন সপ্তাহ ধরে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আটকে আছে বলে অভিযোগ উঠেছে। এদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেছিলেন মানুষের উৎসাহ দেখে তাদের দিকে তাকিয়ে ভ্যাকসিনটা ভেংচি কেটেছে।

সচিবালয়ে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী বাংলাদেশের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক দেশি সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেড দলের প্রধান এ দুই বিজ্ঞানীর সঙ্গে শুভেচ্ছা বৈঠকে তাঁদের অভিনন্দন জানান।

এ ভ্যাকসিন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল বা একক ডোজ টিকা। বিশ্বের অনেক টিকাই একাধিক ডোজের। কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। এটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ইথিকস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সমস্ত পরীক্ষা-অনুমোদন সম্পন্ন করে অতি দ্রুত এ ভ্যাকসিন জনগণের জন্য প্রয়োগের দিকে এগিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।