খেলাফত মজলিস সিঙ্গাইর সদর ইউনিয়নের গন জমায়েত অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

খেলাফত মজলিস সিঙ্গাইর সদর ইউনিয়নের গন জমায়েত অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
খেলাফত মজলিস সিঙ্গাইর সদর ইউনিয়নের গন জমায়েত অনুষ্ঠিত

খেলাফত মজলিস সিঙ্গাইর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক গন জমায়েত আয়োজন করা হয়।

গন জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা সাখাওয়াত হোসাইন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়খূল হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা শেখ মোঃ সালাহউদ্দিন ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন খেলাফত মজলিসের জেলা সভাপতি পীরে কামেল মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী সহ সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলী মাওলানা শেখ মোঃ আশরাফুল আলম বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আব্দুর রব মুহাদ্দিস জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব অফিস সম্পাদক হাফেজ মাওলানা দেওয়ান তানজিল আহমদ প্রচার সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা জাবের আল সাফা পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম পূর্ব সাংগঠনিক থানা শাখার মাওলানা গিয়াস উদ্দিন সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম পশ্চিম সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওলিউললাহ বায়তুল মাল সম্পাদক মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।