যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এর কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন লেখক – সাংবাদিক সুব্রত চৌধুরী।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অধীনে হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে।
আবৃত্তি শিল্পী হিসাবেও তার সদর্প বিচরণ রয়েছে।তিনি আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর নির্বাচিত সদস্য। আটলান্টিক কাউন্টির ‘সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ’র সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত