কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৩, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান

newsup
প্রকাশিত মার্চ ১২, ২০২১
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই আসরে আবারো বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই আসরে তিন মৌসুম পর যোগ দিচ্ছে সাকিব।

Manual4 Ad Code

গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএলের নিলামে তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।

Manual6 Ad Code

এদিকে সাকিবকে দলে পেয়ে উচ্ছসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারো তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না।’

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল এ ক্যারিয়ার শুরু করেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন সাকিব।

Manual8 Ad Code

কলকাতা ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয়। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসির নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।

Manual5 Ad Code

সাকিবকে দলে নিতে চেষ্টা করেছিলেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত কলকাতাই সাকিবকে দলে নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code