কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান
১২ মার্চ ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই আসরে আবারো বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই আসরে তিন মৌসুম পর যোগ দিচ্ছে সাকিব।
গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএলের নিলামে তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।
এদিকে সাকিবকে দলে পেয়ে উচ্ছসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারো তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না।’
সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল এ ক্যারিয়ার শুরু করেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন সাকিব।
কলকাতা ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয়। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসির নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।
সাকিবকে দলে নিতে চেষ্টা করেছিলেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত কলকাতাই সাকিবকে দলে নেয়।