শিরোপা পুনরুদ্ধারের পথে এগুচ্ছে ম্যানচেস্টার সিটি

Daily Ajker Sylhet

newsup

১৪ মার্চ ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ণ


শিরোপা পুনরুদ্ধারের পথে এগুচ্ছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্কঃ শিরোপা পুনরুদ্ধারের পথে ভালোমতোই এগুচ্ছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের বাকি ৮ ম্যাচ। এরই মধ্যে শিরোপার সুবাস পেতে শুরু করেছে ইংলিশ ক্লাবটি। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে গার্দিওলা শিবির।

দারুণ জয়ের রাতে সিটির হয়ে দীর্ঘদিন পর গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। দিনের হিসেবে অনেক দিন, ৪১৭ দিন। অ্যাগুয়েরো ছাড়াও গোলের দেখা পান জন স্টোনস ও গাব্রিয়েল জেসুস। এই জয়ে শিরোপার পথে ১৭ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

প্রতিপক্ষের মাঠে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। এক বছরেরও বেশি সময় পর একসাথে শুরুর একাদশে দেখা গেল জেসুস ও আগুয়েরোকে। প্রথমার্ধে ফুলহ্যাম গোলরক্ষক আরিওলাকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি সিটি। ফলে গোল আসেনি এই অর্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিটিকে লিড এনে দেন জন স্টোনস। জোয়াও কানসেলোর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি লিগে এটি তার চতুর্থ গোল। ৫৬ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। স্বাগতিক রক্ষণের ভুলে বল পেয়ে যান অরক্ষিত জেসুস। গোলরক্ষককে কাটিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চার মিনিটে পর সিটির স্কোর বেড়ে ৩-০। পেনাল্টি থেকে গোলটি করেন সার্জিও অ্যাগুয়েরো। ডি-বক্সে ফেররান টরেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। দীর্ঘ ১৪ মাস বা ৪১৭ দিন পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন অ্যাগুয়েরো।

৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।