স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ায়র লিগের (ইপিএল) নিজেদের ৩৩তম ম্যাচ খেলতে নেমে নিয় ক্যাসলের বিপক্ষে ড্র করেছে লিভারপুল। ম্যাচের শুরুতেই মোহাম্মদ সালাহর গোলের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারে দ্য রেডসরা।
শনিবার অ্যানফিল্ডে নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের তিন মিনিটের সময় নিউ ক্যাসলের জালে বল জড়ান মিসরীয় তারকা স্ট্রাইকার সালাহ।
ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু ৯০ মিনিট খেলার পর রেফারির দেওয়া অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জো উইলকের গোলে জয় বঞ্চিত হয় ক্লপের শিষ্যরা।
এই জয়ে ৩৩ ম্যাচে ১৫ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান ৬ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ৯ জয়ে ক্যাসলের অবস্থান ১৫ নম্বরে। সমান ম্যাচে ২৪ জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মানচেস্টার সিটি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।