নিউইয়র্কে ওজোন পার্ক মসজিদে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ মুসল্লীদের সমর্থন চাইলেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে ওজোন পার্ক মসজিদে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ মুসল্লীদের সমর্থন চাইলেন

newsup
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
নিউইয়র্কে ওজোন পার্ক মসজিদে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ মুসল্লীদের সমর্থন চাইলেন
নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ওজোন পার্ক জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ২৩ এপ্রিল শুক্রবার মসজিদের মুসল্লীদের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন কামনা করেন। খ
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, এ সিটে ২০১৭ সালের সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় হয়েছিলেন। এবার সকল বাঙালী ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেই তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি-আমেরিকানকে ভোটকেন্দ্রে যেতে বিনীত অনুরোধ জানান।

ওজোন পার্ক মসজিদের সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন ও মসজিদের সাধারণ সম্পাদক হিফজুর রহমান। সমাজকর্মী আবদুল জলিল, আতাউল গনি আসাদ, শামসুল হক সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই। আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।