বাংলাদেশের ৪কোটি বেকার লোকের কর্মের ব্যবস্হা করতে না পারিলে বাংলাদেশে শান্তির আশা করা যায় না ৷ মানুষে পেটে ক্ষুধা থাকলে যে কোন অন্যায় কাজ করে ফেলতে পারে ৷৯০% মুসলমানের দেশ বাংলাদেশ ৷ কয়েক লক্ষ কোটিপতি ও ধনী লোক আছেন ৷কোরানের আলোকে যাকাত আদায়ে কবিতা ও গানের মাধ্যমে নাগরিকদের জাগিয়ে তুলতে পারিলে সমস্যার সমাধান সহজ হবে ৷ এছাড়াও রাজনৈতিক দলগুলি বিশেষ করে আওয়ামী লীগ ও বি এন পি নিজ দলের দেশের ও বিদেশের ডাক্তার, ইজ্ঞিনিয়া ও ধনী ব্যক্তিদের নিকট থেকে যাকাত আদায় করে প্রতিটি গ্রামে নিজ নিজ দলের গরীর মহিলাদের সেলাই মেশিন, পুরুষদের ড্রাইভিং ও কম্পিউটার সহ মেকানিকেল ট্রেনিং দিলে বেকার সমস্যার সমাধান সহজ হবে ৷ আমরা সবাই যদি দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকার ধনী ব্যক্তিদের যাকাত দেওয়ার জন্য জাগিয়ে তুলি তাহলে এদিকে আল্লাহর সন্তুষ্টি অন্যদিকে গরীব মানুষের দোয়ায় বেহেস্তে যাওয়ার পথ সুগম হবে ৷ বাংলাদেশের মানুষের দারিদ্রদূর করতে পারলে জাতিসংঘে বাংলাদেশ মডেল কান্ট্রি হিসাবে গন্য হবে ৷ তখন বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্টা সহজ হবে ৷ সন্মানিত যুব কবিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷